সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন শ্রমিক ধর্মঘট হচ্ছে না
ইবাদুর রহমান জাকির,সিলেট রবিবার রাত ১১:৪১, ২১ ফেব্রুয়ারী, ২০২১
সিলেট জেলায় সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট হচ্ছে না। তবে এ বিষয়ে চুড়ান্ত সিন্ধান্ত এখনো জানানো হয়নি পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে। সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট নাকি হবে না এ নিয়ে সিলেট নগর ভবনে সিটি মেয়র ও কাউন্সিলদের সাথে বৈঠকে বসেছেন। উক্ত বৈঠকে যোগ দিয়েছেন পরিবহন সেক্টরের প্রতিনিধিবৃন্দ। উপস্থিত আছেন সুশীল সমাজের নেতৃবৃন্দও। সর্বশেষ প্রাপ্ত খবরে বৈঠক সৌহাদ্যপূর্ণ পরিবেশে হচ্ছে বলে জানা গেছে। উভয় পক্ষ একটি সমঝোতায় পৌছাতে ছোট্র পরিসরে আরেকটি রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন। এ রুদ্ধদ্বার বৈঠক শেষে চুড়ান্ত সিন্ধান্ত জানাবেন পরিবহন শ্রমিকরা।
বৈঠক শেষে ফলপ্রসু আলোচনা হয়েছে জানিয়ে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম জানান, বৈঠকে শ্রমিকদের বিভিন্ন দাবি উত্থাপন করা হয়েছে। তবে, ফলপ্রসু না হলে ঘোষিত ধর্মঘট কর্মর্সূচি বহাল থাকবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, সিলেট নগরীর চৌহাট্টা এলাকার ফুটপাত থেকে মাইক্রোবাস ও প্রাইভেটকারের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ নিয়ে বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রায় ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষ ঘটে। এতে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর–পুলিশ ও পরিবহন শ্রমিকসহ অন্তত: ১৫ জন আহত হন। ভাঙচুর করা হয় প্রায় অর্ধশত গাড়ি। সংঘর্ষ থামাতে পুলিশ ১৬ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রসহ সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফয়সল আহমদ ফাহাদকে (৩৮)-কে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে সিলেট কোতোয়ালি থানায় পুলিশ বাদি হয়ে ২টি ও সিলেট সিটি করপোরেশনের প্রকৌশলী বাদি হয়ে আরও ১টি মামলা করেন। ৩ মামলায় আসামি করা হয়েছে ৩২৮ জনকে। এর মধ্যে এজাহারনামীয় আসামি ২৮ জন। মামলা দায়েরের পর থেকে আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। তবে পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।