ঢাকা (দুপুর ২:১১) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সিলেটে অক্টোবর মাসের শ্রেষ্ট ওসি গাজী আতাউর ও তদন্ত রমা প্রসাদ

মোঃইবাদুর রহমান জাকির মোঃইবাদুর রহমান জাকির Clock মঙ্গলবার রাত ১১:২৯, ৯ নভেম্বর, ২০২১

সিলেটের বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমানকে অক্টোবর (২০২১ইং) মাসের সিলেট জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত করা হয়েছে। আর জেলার শ্রেষ্ট পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী।

রোববার (০৭ নভেম্বর) বিকেলে সিলেট জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক ক্যলাণ সভায় বিশ্বনাথ থানার ওই দুই কর্মকর্তাকে সম্মাননাও দেওয়া হয়।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ওসি গাজী আতাউর রহমানকে কাজের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ট ওসির সম্মননা তুলে দেন। একইভাবে কাজের স্বীকৃতি স্বরূপ সিলেট জেলার শ্রেষ্ট তদন্ত ওসি হিসেবে রমা প্রসাদ চক্রবির্তকে শ্রেষ্ট তদন্ত ওসির সম্মাননা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান। তিনি জানান, বিশ্বনাথ থানা এলাকায় ডাকাতির প্রস্তূতিকালে ডাকাতদের গ্রেপ্তার, মাদকের বড় বড় চালানসহ মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারসহ আরও নানা কৃতিত্বের জন্য তাকে শ্রেষ্ট ওসি নির্বাচিত করা হয়। আর তদন্ত কাজে দক্ষ হিসেবে রমা প্রসাদ চক্রবর্তীকে অক্টোবর মাসের শ্রেষ্ট তদন্ত ওসি’র সম্মাননা দেওয়া হয়।

পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজ আবজাল, অতিরিক্তি পুলিশ সুপার আমিনুল ইসলাম, রাশেদ চৌধরী এবং ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT