ঢাকা (রাত ১০:৫৩) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সামাজিক সম্প্রীতি রক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে-এমপি শাওন

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock রবিবার সন্ধ্যা ০৬:৪১, ১১ সেপ্টেম্বর, ২০২২

ভোলা-৩; লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, সামাজিক সম্প্রীতি রক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। কোন ভাবেই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। যার যার ধর্ম তার মতো করে স্বাধীন ভাবে পালন করবে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবেনা। সকল ধর্মের মানুষ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে।

ধর্মীয় বিষয়ে কোন ব্যাখ্যা প্রয়োজন হলে আলেমদের কাছ থেকে জেনে নিতে হবে। আমরা একে অপরের প্রতি সহনশীল হলে সমাজিক উন্নয়ন সহজ হবে। কোন ভাবে গুজবের কারনে যেন সামাজিক সম্প্রীতি বিনষ্ট না হয়, তা খেয়াল রাখতে হবে।

রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে ভোলার তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মরিয়ম বেগমের সভাপতিত্বে; সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান উপদেষ্টা হিসাবে বক্তব্য প্রদানকালে এমপি নুরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।

এসময় আরো বক্তব্য রাখেন-তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, তজুমদ্দিন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শিলা, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল্লাহ কিরণ, শম্ভুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল, অধ্যক্ষ হেলালউদ্দিন সুমন, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, সাবেক সভাপতি গাজী আ. জলিল, উপজেলা পুজা উদযাপন কমিটি সভাপতি বিমল বিশ্বাস প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT