ঢাকা (রাত ১২:৪৭) রবিবার, ১৯শে মে, ২০২৪ ইং
শিরোনাম
Meghna News শিয়া (ইয়েমেন) ও সুন্নির (হামাস) মধ্যে কার্যকর ঐক্য মুসলিম ঐক্যের প্রতীক Meghna News প্রচণ্ড যুদ্ধ চলছে রাফাহসহ সমগ্র গাজায় Meghna News হোয়াটসঅ্যাপে ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে ছবি-ভিডিও-ডকুমেন্ট Meghna News সুধা রানীর হাদিসের প্রভাষক পদে উত্তীর্ণ হওয়া নিয়ে তোলপাড়, দায় কার? Meghna News প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দাউদকান্দিতে আলোচনা সভা ও র‍্যালী Meghna News পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি : ডাকাত দলের সর্দার অস্ত্রসহ গ্রেপ্তার Meghna News সাঘাটায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা Meghna News ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের Meghna News চাঁপাইনবাবগঞ্জ : তিন লক্ষ টাকা ইজ্জতের মূল্যে প্রবাসীর মুক্তি Meghna News সোনামসজিদ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানী শুরু

সাপাহারে মিমাংশা না মেনে সরকারি রাস্তা দখল করে চলছে কাজ;গ্রামবাসীর সংবাদ সম্মেলন



নওগাঁর সাপাহারে জনগনের চলাচলের সরকারী রাস্তা জবর দখল করে ইমারত নির্মাণ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গ্রামবাসী।

সংবাদ সম্মেলনে ওই গ্রামের ভুক্তভোগী জনগনের পক্ষ থেকে চলাচলের রাস্তায় দাঁড়িয়ে মাইনুল মাস্টার তার লিখিত বক্তব্যে উল্লেখ করে বলেন যে, সাপাহার উপজেলা সদরের তালপুকুর গ্রামের বাসিন্দাদের চলাচলের একটি রাস্তা শাহজাহান আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন জবর দখল করে বহুতল ভবন নির্মানের উদ্যোগ নিলে গ্রামবাসী প্রথমে বাধা দেয়।

গ্রামবাসীদের বাধা উপেক্ষা করে ওই ব্যক্তি নির্মান কাজ শুরু করলে গ্রামবাসী স্থানীয় ইউনিয়ন পরিষদ, নির্বাহী অফিস, এমনকি জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। এরপর ইউনিয়ন পরিষদ থেকে নিষেধাজ্ঞা জারি করে নির্মাণ কাজ বন্ধের নোটিশ দিলেও রহস্যজনক ভাবে কৌশলে দলবল নিয়ে নির্মাণ কাজ শুরু করেন। গত ২০ এপ্রিল তিনি পুনরায় রাস্তা জবর দখল করে নির্মাণ কাজ আরাম্ভ করলে গ্রামবাসীরা আবারো বাধা দিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন।

এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল্লাহ আল মামুন প্রকৃত ঘটনা আড়াল করতে কৌশলে সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রামবাসীদের চাঁদাবাজ বলে আখ্যা দেন। যা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন বলে গ্রামবাসীরা তাদের সাংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

বর্তমানে তারা জনগনের চলাচলের রাস্তাটি প্রভাবশালীর প্রভাব মুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT