ঢাকা (রাত ১০:০৫) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সাপাহারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

গোলাপ খন্দকার,সাপাহার,নওগাঁ গোলাপ খন্দকার,সাপাহার,নওগাঁ Clock মঙ্গলবার ১২:২১, ১৭ মে, ২০২২

সাপাহার উপজেলার আাইহাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বেলা ১১টায় বিদ্যালয় গেটের সামনে মানববন্ধনে অংশ নেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, এলাকার অভিভাবক ও সচেতনমহল।

প্রতিবাদে আাইহাই গ্রামের অভিভাবক সিরাজুল ইসলাম, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম আজাদ ও রুবেল হোসেন জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ল্যাপটপ চুরির বিষয়টি ধামাচাপা ও পক্ষপাতিত্ব করায় আমরা তার বিরুদ্ধে এ মানববন্ধন করেছি।

বক্তারা আরোও জানান, গত ২৫ এপ্রিল সন্ধায় বিদ্যালয় থেকে ল্যাপটপ চুরির অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে এলাকায় গুঞ্জণের সৃষ্টি হয়।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুস ছালেক বিদ্যালযের নাইটগার্ড সেলিম রেজাসহ আরো অনেকের নামে থানায় অভিযোগ দায়ের করেন।

ল্যাপটপটি হারিয়ে যাওয়ার ১৮দিন পর রহস্যজনক ভাবে গত ১৩মে শুক্রবার বিদ্যালয়ের একটি পরিত্যাক্ত ঘর থেকে প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক মিলে পরিত্যাক্ত ঘরের তালা খুলে ল্যাপট্টিপ উদ্ধার করেন।

এর রহস্য উদঘাটনে বক্তারা অবিলম্বে এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

এ বিষয়ে আাইহাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুস ছালেক এর সাথে দেখা করতে গেলে বিদ্যালয়ে তাকে পাওয়া যায়নি, পরে ফোনে তার সাথে যোগাযোগ করা হলেও ফোনটি রিসিভ হয়নি।

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে তিনি জানান, অভিযোগ দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT