ঢাকা (রাত ৮:৫৪) বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সাঘাটায় সহিংসতায় নির্বাচনী অফিস ও মোটরসাইকেল ভাংচুর,আহত ২,গ্রেপ্তার ২

আসাদ খন্দকার.সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার.সাঘাটা,গাইবান্ধা Clock বুধবার রাত ১১:৩৫, ২৯ ডিসেম্বর, ২০২১

গাইবান্ধার সাঘাটা উপজেলার ৩ নং সাঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলায় আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থীর মোশারফ হোসেন সুইটের নির্বাচনী অফিস, মোটরসাইকেল ভাংচুর ও ২ জন কর্মী আহত হয়েছে। এ ঘটনায় বিদ্রোহী প্রার্থীর দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে উপজেলার কচুয়া হাট বাজারে আওয়ামীলীগ প্রার্থী (নৌকার) মোশারফ হোসেন সুইট এর প্রচার মাইক বন্ধ করতে বলায় বিদ্রোহী প্রার্থী ফরহাদ হোসেন (আনারস) এর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্য়ায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্ট ধাওয়া শুরু হয়। এসময় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলায় নৌকার অফিস, ১৪টি মোটরসাইকেল ভাংচুর এবং আব্দুর রহিম (৩৫) আবদুল আজিজ ইকবাল (৩২) আহত হয়।

পরে আহতদের সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপরে এজাহারে ১৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১২৫ জনকে আসামী করে নৌকার প্রার্থীর ছোট ভাই সুজাউদৌলা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

সাঘাটা থানা অফিসার ইনচার্জ মতিউর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, পরিস্থিতি নিন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এঘটনায় ঘটনাস্থল থেকে কলিম উদ্দিন ও ফিরোজ নামে বিদ্রোহী প্রার্থীর ২ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT