ঢাকা (বিকাল ৩:১৯) শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সাঘাটায় যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত; বিপাকে কৃষকেরা

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock রবিবার রাত ০১:২৩, ১০ এপ্রিল, ২০২২

অনেক আশা করে পিঁয়াজ আবাদ করছিলাম, তাও অকালের বন্যায় পানিতে ডুবে গেলো। পানিতে তলিয়ে যাওয়া বাকি পিঁয়াজগুলে তোলার সময় বিষন্ন মুখে আক্ষেপ করেন কৃষক কিসমত আলী।

তিনি বলেন, আমার চার বিঘা জমির পিঁয়াজ ক্ষেতের মধ্যে প্রায় তিন বিঘা পানির নিচে তলিয়ে গেছে। এছাড়াও দুই বিঘা বোরো ধানের ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। গত তিন দিন ধরে পিঁয়াজ তোলার আপ্রাণ চেষ্টা করছি।

তিনি ছাড়াও কৃষক শাহ আলম, আব্দুল কদ্দুস, আব্দুর রহিম, ফজলু, আতাউরসহ সবাই পিঁয়াজ তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। যে যেভাবে পারছে তলিয়া যাওয়া পিঁয়াজগুলো তোলার চেষ্টা করছেন।

হঠাৎ করে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় গাইবান্ধার সাঘাটা উপজেলার চরাঞ্চলের কৃষকরা পিঁয়াজ, বোরো ধানসহ বিভিন্ন ফসল নিয়ে বিপাকে পড়েছে। উঠতি ফসল পানিতে ডুবে যাওয়ায় কৃষকের স্বপ্ন ভেঙ্গে গেছে।

জানা গেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের বেড়া, কানাইপাড়া, গোবিন্দপুর, নলছিয়াসহ চরের ১০টি এলাকায় বন্যার পানিতে তলিয়ে গেছে শত শত বিঘা পিঁয়াজ, বোরোধান সহ বিভিন্ন ফসলের জমি।

এতে করে চরাঞ্চলে প্রায় ২০ হেক্টর জমির পিঁয়াজের ক্ষেত পানিতে তলিয়ে গেছে বলে হলদিয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মওলা জানান।

এছাড়াও ২০ হেক্টর বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে বলেও তিনি জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT