ঢাকা (রাত ৩:২১) সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাঘাটায় পিতা-পুত্রের ভোট যুদ্ধ

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:০০, ৩০ ডিসেম্বর, ২০২১

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নে ইউপি নির্বাচনে পিতা ও ছেলে দুইজনেই একই ওয়ার্ডে ভোট যুদ্ধে প্রতিদ্বন্দিতা করছেন। প্রতীক বরাদ্দের পরই পিতা হাছেন আলী ও ছেলে জয়নুল আবেদীন ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন।

পিতা মোরগ প্রতীক ও ছেলে ফুটবল মার্কায় জোরেসরেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পিতা ও ছেলে ভোট যুদ্ধে প্রতিদ্বন্দিতা করায় সংশ্লিষ্ট ওয়ার্ড ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় বয়ে চলছে।

জানা গেছে, পিতা হাছেন আলী বিগত সময়ে তিনবার ইউপি নির্বাচনে সদস্য নির্বাচিত হয়ে ছিলেন। এদিকে জয়নাল আবেদীন এবারই প্রথম নির্বাচন করছেন। রিটানিং অফিসার ও পল্লী উন্নয়ন কর্মকর্তা নাহিদুর রহমান পিতা ও ছেলের চাহিদা মোতাবেক তাদের প্রতীক বরাদ্দ দেয়। প্রতীক পেয়েই পিতা ও ছেলের মধ্যে তিক্ততা বৃদ্ধি পায়। দুইজনই নির্বাচন করায় ১০নং বোনারপাড়া ইউপি ৬নং ওয়ার্ডের সাধারণ ভোটাররা সিদ্ধান্তহীনতায় রয়েছেন।

নির্বাচনে অংশগ্রহণ করা প্রসঙ্গে ছেলে জয়নুল আবেদীন বলেন, রাস্তা-ঘাট উন্নয়ন, বাল্যবিবাহ বন্ধ, মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

পিতা হাছেন আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিপক্ষে যারা দাড়িয়েছে তাদের প্রতি আমার কোন আপত্তি নাই। তবে আগামী ৫ জানুয়ারী জনগণই রায় দিবে।

এছাড়াও ওই ওয়ার্ডে পিতা ও ছেলে বাদে আরও ৫জন প্রতিদ্বন্দিতা করছেন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT