ঢাকা (সকাল ১০:১৮) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাঘাটায় নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সংবর্ধনা প্রদান

আসাদ খন্দকার,গাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,গাঘাটা,গাইবান্ধা Clock শনিবার রাত ০১:১৫, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

গাইবান্ধার সাঘাটা সদর ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট, ইউপি সদস্য ও সংরক্ষিত (মহিলা) সদস্যদের সংবর্ধনা দিয়েছেন ইউনিয়ন বাসী।

গত বৃহস্পতিবার সাঘাটা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় সাঘাটা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাঘাটা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃওয়ারেছ আলী প্রধান।

আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে সাঘাটা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডঃ এস এম সামশীল আরেফিন টিটু, সাঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সরকার, আওয়ামী নেতা রফিকুল ইসলাম সরকার, সাঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জাকির হোসেন সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।

এ সময় চেয়ারম্যান ইউপি সদস্যদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিগত ইউপি নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা মোশারফ হোসেন সুইটের সমর্থকের মোটরসাইকেল ভাংচুর করে। নবনির্বাচিত চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত কর্মীদের মাঝে নিজের অর্থায়নে নতুন ১৬টি মোটরসাইকেলের চাবি হস্তান্তর করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT