ঢাকা (বিকাল ৩:২৮) শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সাঘাটায় চৈত্রের ঝড়ে ঘরবাড়ীসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock সোমবার রাত ০২:৩৫, ১১ এপ্রিল, ২০২২

গত শনিবার দিবাগত ভোর রাতে আকস্মিক চৈত্রের ঝড়ে ও শিলা বৃষ্টিতে গাইবান্ধার সাঘাটা উপজেলায় উঠতি ইরি বোরো ফসল, গাছপালা, ঘরবাড়ী, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে।

জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়নে চৈত্রের ঝড়ে শত শত বিঘা ইরি বোরো উঠতি ফসল শিলা বৃষ্টিতে বিনষ্ট হয়েছে। অসংখ্য গাছপালা ও কাঁচা ঘরবাড়ী ভেঙ্গে পড়েছে।

বোনারপাড়া ইউনিয়নের ময়মন্তপুর গ্রামের কৃষক আজিজার রহমান জানান, আমার ৫ বিঘা জমির ইরি বোরো ধানের ফসল চৈত্রের ঝড়ে ও শিলা বৃষ্টিতে মাটিতে লুটিয়ে পড়েছে।

বোনারপাড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন ঝড়ে ক্ষতিগ্রস্থ ৮টি পরিবারের ঘরবাড়ি পরিদর্শন করেন ও সহযোগিতার আশ্বাস দেন।

ওসমানের পাড়া দাখিল মাদ্রাসার সুপার এনামুল হক জানান, ঝড়ে আমার মাদ্রাসার ব্যাপক ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদেকুজ্জামান জানান, ঝড় ও শিলা বৃষ্টিতে ২শ ১০ হেক্টর জমির ধান মাটিতে লুটিয়ে পড়েছে। এসব কৃষকদের ফসলের ক্ষতি রক্ষার জন্য কৃষি দপ্তরের লোকজন সুপরামর্শ দেয়ার জন্য মাঠে নেমেছে।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঝড়ে যাদের ঘরবাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে, সরকারিভাবে তাদেরকে সহযোগিতা করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT