সাঘাটায় কৃষিবিদ সীডের রিটেইলার মিটিং অনুষ্ঠিত
আসাদ খন্দকার, গাইবান্ধা প্রতিনিধি শনিবার রাত ১১:১১, ২৯ অক্টোবর, ২০২২
আজ শনিবার গাইবান্ধা জেলার বোনার পাড়ায় কৃষিবিদ সীডের পার্টনাস প্রোগ্রাম উপজেলার বিশিষ্ট ব্যবসায়ি মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসে অনুষ্ঠিত হয়।
কৃষিবিদ সীডের অনুষ্ঠিত পার্টনাস প্রােগ্রাম এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ সীডের অপারেশন ম্যানেজার কৃষিবিদ মোঃ মতলুবর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন কৃষিবিদ সীডের উন্নত জাতের হাইব্রিড ধান কৃষিবিদ-১, কৃষিবিদ-২ এবং মাহিকো-১ ধান চাষের কোন বিকল্প নেই। কারণ হিসেবে জানান, অন্যান্য জাতের হাইব্রিড ধান বীজের থেকে তুলনামূলক ভাবে রোগপ্রতিরোধ ক্ষমতা এবং ফলন অনেক বেশি।
বাংলাদেশকে খাদ্য উৎপাদনের সক্ষমতা অর্জনে কৃষিবিদ সীড কৃষকের সাথে কৃষকের পাশে সবসময়ই ছিলো আছে এবং থাকবে। এ সময় আরো বক্তব্য রাখেন কৃষিকর্মকর্তা মোঃ অলিউর রহমান(এসএপিপিও), জোনাল সেলস্ ম্যানেজার মোঃ রফিক, মার্কেটিং অফিসার মোঃ ওয়ালিয়ার রহমান প্রমুখ।