সরকার দাম নির্ধারণ করে দেবে ৯টি নিত্যপণ্যের
নিজস্ব প্রতিনিধি মঙ্গলবার সন্ধ্যা ০৬:৩৫, ৩০ আগস্ট, ২০২২
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, চাল, গম, আটা, ময়দা ও তেলসহ ৯টি নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার।
মঙ্গলবার (৩০ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে টিপু মুনশি সাংবাদিকদের বলেন, নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে কোনো পণ্য বিক্রি হলে সংশ্লিষ্টদের আর জরিমানা নয়, এখন থেকে সরাসরি মামলা দায়ের করা হবে।
বাণিজ্যমন্ত্রী জানান, বৈঠকে চাল, গম, আটা, ময়দা, তেল, পরিশোধিত চিনি, ডাল, সিমেন্ট ও রডের দাম নিয়ে আলোচনা হয়েছে।
এখন থেকে এসব পণ্যের মূল্য নির্ধারণের বিষয়টি দেখভালের দায়িত্ব পালন করবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।
অন্যদিকে, বাজারে পণ্যের নির্ধারিত মূল্যের বিষয়টি তদারকি করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।
এর আগে, বাজারে পণ্যের সরবরাহ, মজুত ও আমদানি প্রক্রিয়ার অগ্রগতি বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বৃহস্পতিবার টিপু মুনশি বলেছিলেন, রাশিয়া, ইউক্রেন কিংবা অন্য কোনো দেশ থেকে খাদ্যপণ্য আমদানিতে সরকারের কোনো বাধা নেই। খাদ্যপণ্য আমদানির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এ বিষয়ে কোনো জাতীয় বা আন্তর্জাতিক সমস্যা নেই।