ঢাকা (রাত ১:৪২) বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সপ্তাহ গড়ালেই কোরবানি ঈদ, ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা

কোরবানীর হাট - মেঘনা নিউজ

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock সোমবার সন্ধ্যা ০৬:৪৪, ৫ আগস্ট, ২০১৯

মোঃ কামরুজ্জামান: দুই সিটি কর্পোরেশন মিলে এবার রাজধানীতে মোট ২৩টি স্থানে গরুর হাট বসবে বলে জানিয়েছে সিটি কর্তৃপক্ষ। গরুর হাটগুলোতে তিন স্তরের নিরাপত্তাসহ জাল নোট সনাক্তকরণ মেশিন এর ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন তারা। বৃষ্টি থেকে রক্ষার জন্য রয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। যানজটের কথা চিন্তা করে এবার নির্দিষ্ট স্থানের বাহিরে বা রাস্তায় হাট বসালে কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও জানান দুই সিটি কর্পোরেশন।
ইতিমধ্যে শুরু হচ্ছে খুঁটি বসানোর কাজ। সপ্তাহ গড়ালেই কোরবানি ঈদ, তাই পশুর হাটগুলোকে সাজাতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। কোরবানির পশু বেচাকেনায় এবার রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনে ব্যবস্থা থাকছে ৯টি পশুর হাট এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে থকছে ১৪টি পশুর হাট। এরই মধ্যে বেশির ভাগ হাটের প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে জানান ইজারাদাররা। হাটগুলো যেন জনদুর্ভোগের কারণ না হয় সেদিকেও নজর রাখার পরামর্শ দিয়েছেন সচেতন নাগরিকরা। এবারের, পশুর হাটগুলোতে নিরাপত্তা ব্যবস্থার জন্য থাকছে পর্যাপ্ত সিসিটিভি ও জাল নোট সনাক্তকরণ মেশিনের ব্যবস্থা। ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. জাহিদ হোসেন বলেন, নির্দিষ্ট স্থানের বাইরে পশুর হাট সম্প্রসারণের বিরুদ্ধে নেয়া হবে কঠিন ব্যবস্থা। পশু প্রতি হাসিল নির্ধারণ করা হয়েছে শতকরা ৫ ভাগ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT