সংগঠন পরিপন্থী বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকায় ধর্মপাশার প্রেসক্লাব(একাংশ)থেকে এমএমএ রেজা পহেল বহিস্কার
মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মঙ্গলবার রাত ১০:২১, ১৫ ডিসেম্বর, ২০২০
সুনামগঞ্জের ধর্মপাশায় সংগঠন পরিপন্থি বিভিন্ন কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে সুনামগঞ্জ থেকে প্রকাশিত আঞ্চলিক পত্রিকা দৈনিক হাওরাঞ্চলের কথার ধর্মপাশা ঊপজেলা প্রতিনিধি এমএমএ রেজা পহেলকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জনতা উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে তাকে বহিস্কারের এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক কালের কন্ঠের হাওরাঞ্চল প্রতিনিধি হাফিজুর রহমান চয়নের সভাপতিত্বে অনুষ্টিত এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ইসহাক মিয়া, সহ সভাপতি মো. ইমাম হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক এনি, কোষাধক্ষ সাজিদুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.মিঠু মিয়া প্রমূখ।
প্রেসক্লাবের আহ্বায়ক কালের কন্ঠ প্রতিনিধি হাফিজুর রহমান চয়ন বলেন তার বিরুদ্ধে সংগঠন পরিপন্থী বিভিন্ন অভিযোগ থাকায় তাকে বহিষ্কার করা হয়েছে।
সাবেক সহসভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিউনিটি সদস্য সাংবাদিক ইমাম হোসেন বলেন এমএম রেজা পহেল সংগঠন পরিপন্থী বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে সর্বসম্মতিক্রমে তাঁকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারের বিষয়ে এমএম রেজা পহেলকে কল দিলে তিনি বলেন আমি এ ব্যাপারে কিছু জানিনা তাই মন্তব্য করতে পারবনা।