নিজস্ব প্রতিনিধি মঙ্গলবার বিকেল ০৪:০৪, ২১ ডিসেম্বর, ২০২১
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ঠেকাতে বিশ্বব্যাপী জোর দেওয়া হচ্ছে বুস্টার ডোজের ওপর। বাংলাদেশেও সম্প্রতি শুরু হয়েছে বুস্টার ডোজের পরীক্ষামূলক কার্যক্রম। এ অবস্থায় ষাটোর্ধ্ব ব্যক্তি এবং সম্মুখ সারির মানুষরা ভ্যাকসিন কার্ড নিয়ে এলে বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে এ কথা জানান তিনি। সুরক্ষা অ্যাপের হালনাগাদ হলেই বাকিদের বুস্টার ডোজ দেওয়া সম্ভব হবে বলেও জানান তিনি।
এখন যারা বুস্টার ডোজ নেবেন, তাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন,”ষাটোর্ধ্ব বয়সী এবং সম্মুখ সারির মানুষ ভ্যাকসিন কার্ড নিয়ে এলে আমরা বুস্টার ডোজ দিয়ে দেবো। বিশেষ করে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন বাহিনীর সদস্য এবং গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ তাদের সবাইকে আমরা দেবো। বুস্টার ডোজ কীভাবে দেওয়া হবে সে সংক্রান্ত নীতিমালা তৈরি করা হয়েছে। দুয়েক দিনের মধ্যেই এটা আমরা পত্রিকার মাধ্যমে জানিয়ে দেবো। কখন-কীভাবে বুস্টার ডোজ দেওয়া হবে আমি ডিজি অফিসকে জানিয়ে দিয়েছি। তারা জনগণকে অবহিত করবে।”
স্বাস্থ্যমন্ত্রী বলেন,“সব জায়গায় বুস্টার ডোজ দিতে হলে আমাদের সুরক্ষা অ্যাপের হালনাগাদের প্রয়োজন রয়েছে। আমরা জানিয়েছি আইসিটি মন্ত্রণালয়কে, তারা কাজ করছে। আমাদের জানিয়েছে, এ মাসের শেষের দিকে তারা কাজটা সম্পন্ন করতে পারবে। তারপর আমাদের বুস্টার ডোজের কার্যক্রম পূর্ণ গতি লাভ করবে।”
তিনি আরও বলেন,“তবে এখন যদি কেউ টিকা নিতে চায়, যাদের প্রাপ্য, তারা ভ্যাকসিন কার্ড নিয়ে গেলে টিকা নিতে পারবেন। যেখানে যেখানে ফাইজার ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেখানে যেতে হবে। ফাইজার ভ্যাকসিন সব জায়গায় দেওয়া হচ্ছে না। কারণ এটি তাপমাত্রা সংবেদনশীল টিকা। অন্যান্য জায়গায় রাখার ব্যবস্থা নেই। রাখার ব্যবস্থা যেখানে আছে, সেখানেই দেওয়া হবে।”