ঢাকা (রাত ১১:৩৯) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


নভেম্বরের ৮ দিনেই ডেঙ্গুতে ৪১ মৃত্যু

স্বাস্থ্য Source তথ্যসূত্রঃ https://www.kalerkantho.com/online/national/2022/11/08/1201346 ২২৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ০৮:৩২, ৮ নভেম্বর, ২০২২

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ৫ জনের মৃত্যু ও ৮২০ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। দেশে এ পর্যন্ত ডেঙ্গুতে ১৮২ জন মারা গেছেন। এর আগের দিন ৭ জনের মৃত্যু ও ৮৭৫ রোগী হাসপাতালে ভর্তি হয়।

এ নিয়ে নভেম্বরের ৮ দিনে ৬ হাজার ৭৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ও ৪১ জনের মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর।

সর্বশেষ ভর্তি ৮২০ রোগীর মধ্যে ঢাকা বিভাগের ৪৫০ জন ও অন্যান্য বিভাগের ৩৭০ জন ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ৩ হাজার ২২৩ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ১,৯৪৭ ও ঢাকার বাইরে অন্যান্য বিভাগে মোট ১,২৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।

চলতি বছর সারা দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৪৪ হাজার ৮০২ রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি হয় সর্বমোট ২৯ হাজার ৬৯৮ জন। আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ১৫,১০৪ রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ৪১ হাজার ৩৯৭ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মৃত ১৮২ জনের মধ্যে ঢাকা বিভাগে ১১৪, ময়মনসিংহে ৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৪ জন, খুলনায় ৯ জন, রাজশাহীতে ৪ জন ও বরিশাল বিভাগের ৭ জন ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT