শেখ হাসিনা ছাড়া কোন সরকার দেশের জনগণকে নিয়ে ভাবেনি-সাপাহারে খাদ্যমন্ত্রী
গোলাপ খন্দকার,সাপাহার,নওগাঁ মঙ্গলবার রাত ০৯:৪৭, ২৬ এপ্রিল, ২০২২
সারাদেশের ন্যায় নওগাঁর সাপাহারে ভুমিহীন গৃহহীনদের নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, শেখ হাসিনা ছাড়া কোন সরকার দেশের জনগণের জন্যে ভাবেনি। তিনি ভেবেছেন দেশের প্রত্যেক মানুষের থাকবে মাথা গোজাবার ঠিকানা। প্রত্যেক মানুষের থাকবে একটি করে বাড়ী। সেই লক্ষ্যে এই উপজেলায় তৃতীয় ধাপে ৪৫ জন গৃহহীন পেল মাথা গোজাবার টিকানা হিসেবে জমিসহ একটি করে বাড়ি।
মঙ্গলবার সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে দেশের গৃহ ও ভুমিহীন ছিন্নমুল মানুষের মাঝে প্রায় ৩৩ হাজার ঘর প্রদানের ভার্চ্যুয়াল শুভ উদ্বোধন অনুষ্ঠানে নওগাঁ জেলার সাপাহার প্রান্তে উপস্থিত থেকে তিনি কথাগুলি বলেন।
সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার অমরপুর (৩য়) পর্যায়ে আশ্রয়ন প্রকল্পে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে, নওগাঁ জেলার জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, শিরন্টি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন প্রমুখ বক্তব্য প্রদান করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে খাদ্যমন্ত্রী উপজেলার অমরপুর আশ্রয়ন প্রকল্পের নব নির্মিত ২৫টি সহ উপজেলার ৪৫টি অসহায় গৃহহীন পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাজনা খারিজসহ ২ শতক জমির দলীল সহ একটি করে বাড়ী প্রদান করেন।
এসময় উপজেলার অসংখ্য সাধারণ মানুষ ও আশ্রয়ন প্রকল্পের সুফল ভোগীগণ সেখানে উপস্থিত ছিলেন।