শেখ কামালের ৭২ তম জন্মদিন পালন করেনি উলিপুর আ.লীগ
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম শুক্রবার রাত ০৯:৪৯, ৬ আগস্ট, ২০২১
কুড়িগ্রামের উলিপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মদিন পালন করেনি উপজেলা আওয়ামী লীগ।
গত বৃহস্পতিবার (৫ আগস্ট) সারাদেশে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলো অনাড়ম্বরভাবে দিবসটি পালন করলেও এর ব্যতিক্রম হয়েছে এ উপজেলায়। তবে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে দিবসটি পালন করা হলেও দলীয়ভাবে কোন কার্যক্রম চোখে পড়েনি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) ও সুশীল সমাজের মাঝে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। সেই সাথে বিভিন্ন স্তরের নেতা কর্মিদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।
উপজেলা আওয়ামী লীগের একটি বিশ্বস্থ সূত্র জানায়, গত ১৫ জানুয়ারী-১৩ ইং সালে মতি শিউলীকে সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী একটি কমিটির অনুমোদন দেয়া হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০১৮ সালের ১৫ ডিসেম্বর মতি শিউলীকে বহিস্কার করেন কেন্দ্রিয় কমিটি। পরে কেন্দ্রিয় কমিটি তার বহিস্কারাদেশ প্রত্যাহার করলেও মতি শিউলীর পক্ষে-বিপক্ষে প্রকাশ্যে দুটি গ্রুপে বিভক্ত হয়।
সূত্রটি আরো জানায়, দীর্ঘদিন দলটি ক্ষমতায় থাকলেও মেয়াদ উত্তীর্ণ কমিটি, একাধিক গ্রুপিং, টাকার বিনিময়ে বহিরাগতদের দলে যোগদান, পকেট কমিটিসহ নানাবিধ কারণে অন্তকলোহ চলে আসছে। ত্যাগি ও প্রবীণ নেতাকর্মিদের অবমাননা, নির্বাচিত জনপ্রতিনিধিদের অবজ্ঞা, একনায়কতন্ত্র মনোভাবের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও জানা যায়। একটি গ্রুপ নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখতে বিগত দিনগুলোতে নামকাওয়াস্তে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মদিন পালন করেনি। এ ছাড়াও ক্ষমতাসীন দলটির উপজেলা কার্যালয়টির অবকাঠামোর বেহাল দশা নিয়েও দেখা গেছে নানা সমালোচনা। ঘরের বারান্দার টিন নেই, আর থাকলেও তা জরাজীর্ণ। দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও এ উপজেলায় আওয়ামী লীগের মত প্রভাবশালী দলটির দৈন্যতা দেখে সর্বস্তরের মানুষের মাঝে নানা সমালোচনা রয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুর সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কবির উদ্দিন সরকার বলেন, আমি অসুস্থ, এ বিষয়ে আমি খোঁজ নেইনি এবং যেতে পারিনি।
স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন বলেন, এটা আওয়ামী লীগের জন্য সত্যি দূর্ভাগ্য, এর আগে তারা ১৫ আগস্ট ও গত বছর বঙ্গমাতা ফজিলাতুনেছা মুজিবের জন্মদিন পর্যন্ত পালন করেনি। এ উপজেলায় নামকাওয়াস্তে একটি মেয়াদ উত্তীর্ণ উপজেলা কমিটি আছে। কমিটির বয়স এখন ১০ বছর। যারা বিভিন্ন অনিয়ম, মাদক চোরাকারবারির ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে যুক্ত তারাই এ কমিটিতে। পার্টির সেক্রেটারি গোলাম হোসেন মন্টু এখন উপজেলা পরিষদ চেয়ারম্যান। ৬ বছর আগের মেয়াদ উত্তীর্ণ কমিটিতে আর দায়িত্ব পালন করার মতো এখতিয়ার তার নেই। তিনি দলে এক নায়কতন্ত্র কায়েক করে বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে কোটি কোটি টাকা ইনকাম করছে।