ঢাকা (রাত ৯:১৪) মঙ্গলবার, ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

শুরু হলো টিসিবির পণ্য বিক্রি

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ০২:৪২, ১২ সেপ্টেম্বর, ২০২২

ফ্যামিলি কার্ডধারী এক কোটি নিম্নআয়ের পরিবারের কাছে পণ্য বিক্রি শুরু করেছে; সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

রবিবার (১১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে টিসিবির সেপ্টেম্বর মাসের পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন; বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন-মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আলী আহাদ খান, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, উত্তর সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কমিশনার সফিউল্লাহ সফি প্রমুখ।

বিক্রয় কার্যক্রমের উদ্বোধনের পর তপন কান্তি ঘোষ বলেন, টিসিবির মাধ্যমে প্রতি মাসে প্রায় ৫ কোটি মানুষ উপকৃত হচ্ছেন। প্রতি মাসে একবার করে গ্রাহকদের কাছে পণ্য দিতে; প্রতি বছর সরকারের প্রায় ৫,২০০ কোটি টাকা ভর্তুকির প্রয়োজন হয়।

তিনি আরও বলেন, সবদিক বিবেচনা করে ও টিসিবির সক্ষমতা অনুযায়ী ভবিষ্যতে মাসে দুইবার গ্রাহকদের কাছে পণ্য বিক্রি করা যায় কি-না, সেটি সরকার গুরুত্বের সঙ্গে চিন্তা করছে।

টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের আওতায় প্রতিটি টিসিবি কার্ডধারী ব্যক্তি ৪০৫ টাকার প্যাকেজে দুই লিটার তেল, দুই কেজি মশুর ডাল এবং এক কেজি চিনি কিনতে পারছেন।

ঢাকায় প্রায় ৩০০ ডিলার এবং দেশব্যাপী সাড়ে তিন হাজার ডিলারের মাধ্যমে মাসব্যাপী বিক্রয় কার্যক্রম চলছে।

টিসিবি সূত্রে জানা যায়, বিদেশ থেকে আসার সাপেক্ষে মেট্রোপলিটন এলাকায় পেঁয়াজ বিক্রি করা হবে।

এছাড়া, লিটার প্রতি ১১০ টাকায় সয়াবিন তেল, কেজি প্রতি ৬৫ টাকায় ডাল এবং ৫৫ টাকা কেজিতে চিনি বিক্রি করছে টিসিবি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT