শিবচরে যত্রতত্র রাস্তার উপর অবৈধ ড্রেজার পাইপ;একের পর এক ঘটছে দূর্ঘটনা
নিজস্ব প্রতিনিধি বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৩৬, ২০ জানুয়ারী, ২০২২
নিহত শফিকুল ইসলাম বরগুনা জেলার বামনা উপজলার সানাখালি গ্রামের নুরুল হক আকনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্র জানা যায়, ঔষধর মার্কেটিং শেষ করে থ্রী হুইলার যোগে বাসায় ফেরার পথে উপজলার মাদবচর ইউনিয়নের খাড়াকান্দি, আকন বাড়ীর নিকট রাস্তার উপর বসানা ড্রেজারের পাইপের বেরিকেটের সাথে ধাক্কা লেগে থ্রী হুইলারটি উল্টে এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থানেই মারা যান শফিকুল।
এলাকাবাসি বলছেন, অবৈধ ড্রেজারের পাইপ বসানোর কারনেই এ দূঘটনা ঘটছে। এর আগে এ রাস্তায় কোন ভিট ছিলোনা। হঠাৎ করে একটি মহল আইনের তোয়াক্কা না করে রাস্তার উপর ড্রেজারের পাইপ বসিয়ে বেরিকেট দিয়ে বালু নিচ্ছে বিভিন্ন স্থানে। এতে করে প্রতিনিয়তই ছোট বড় দূর্ঘটনা ঘটছে।
শিবচর উপজলা নির্বাহী অফিসার মাঃ আসাদুজ্জামান বলেন, রাস্তার উপর অপরিকল্পিত অবৈধ ভাবে ড্রেজার পাইপ বসানোর কোন সুযোগ নেই। আমরা উপজলা এলজিইডিকে নির্দেশ দিয়েছি কোন আঞ্চলিক সড়কে ড্রেজারের পাইপ বসিয়ে কেউ যেন যান চলাচল প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। এর পরও যদি কেউ করে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।