শশীভূষণে যুবকের বিষপান;চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
কামরুজ্জামান শাহীন,ভোলা বৃহস্পতিবার রাত ১১:১৫, ১৪ জুলাই, ২০২২
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে পরিবারের সাথে অভিমান করে কাজল (৩০) নামের এক প্রবাসী যুবকের; বিষপান করার দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হবার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরের দিকে ভোলা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত যুবক কাজল শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ মাদ্রাজ গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন মাস আগে প্রবাস থেকে দেশে ফিরেন যুবক কাজল। দেশে ফিরেই দেখে তিন বছরের উপর্জনের টাকাকড়ি কিছুই নেই। পরিবারের সদস্যরা ব্যয় করে ফেলেছেন উপর্জিত সব টাকা। হতাশাগ্রস্ত হয়ে পড়েন প্রবাসী যুবক কাজল।
এ নিয়ে মঙ্গলবার রাতে স্ত্রী ও পরিবারের সাথে তার ঝগড়া হয়। উপার্জিত টাকা হারিয়ে ক্ষুদ্ধ যুবক কাজল পরিবারের সাথে অভিমান করে ওই রাতে পরিবারের সদস্যদের অগোচরে বিষপান করে গুরুতর অসুস্থ হয়ে পরলে, পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাতেই চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ভোলা রেফার করেন।
বৃহস্পতিবার দুুপুরের দিকে ভোলা সদর হাসপাতাল থেকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।