ঢাকা (বিকাল ৫:৪৫) সোমবার, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

লিসা হত্যাকারীদের বিচার দাবিতে সহপাঠীদের মানববন্ধন

লিসা হত্যাকারীদের বিচার দাবিতে সহপাঠীদের মানববন্ধন। ছবিঃ মনজু হোসেন, পঞ্চগড় প্রতিনিধি।
লিসা হত্যাকারীদের বিচার দাবিতে সহপাঠীদের মানববন্ধন। ছবিঃ মনজু হোসেন, পঞ্চগড় প্রতিনিধি।

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ০৯:০৬, ২২ সেপ্টেম্বর, ২০১৯

লিসা হত্যার খুনীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মানববন্ধন অনুষ্ঠিত।

মনজু হোসেন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় আটোয়ারী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী সাদিয়া সামাদ লিসা (১৪) কে অপহরণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত খুনীদের অবিলম্বে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালযের ছাত্র ছাত্রীরা।

রবিবার ২২ সেপ্টেম্বর দুপুর ১২ঘটিকার সময় উপজেলা চত্বরে, মানববন্ধন করে সেই সময় বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে লিসার হত্যার খুনীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানায়। তারা বলেন আমাদের আটোয়ারী উপজেলা অনেক শান্তি প্রিয়। এই শান্তিপ্রিয় এলাকায় যারা অশান্তি সৃষ্টি করেছে তাদেরকে ছাড় দিলে হাজারো অপকর্ম বেড়ে যাবে তাই এদের দৃষ্টান্তমূলক চাই।

লিসার বড় বোন সালমা আক্তার আশা জানায়, একটি চক্র আমার বোনের নামে অপপ্রচার চালাচ্ছে, বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য। পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করে বলেন ঘটনার সত্যতা তদন্ত করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আটোয়ারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস লিসা হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আসামিদের দৃষ্টান্তমূল দাবি করেন তিনি এবং পুলিশ প্রশাসনের কাছে সকল ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা দাবিও করেন যেন এই রকম জঘন্য ধরনের অপরাধ করতে কেউ সাহস না পায়।

এই বিষয়ে আটোয়ারী থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাকের সাথে কথা বললে তিনি বলেন, আজ একটি মানববন্ধন হয়েছে আমরা এই বিষয়ে অনেক তৎপর রয়েছি। আসামিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলছে।

উল্লেখ যে, গত বৃহস্পতিবার নিখোঁজ হয় লিসা, তারপর দিন সকালে পুকুরে তার ভাসতে দেখে স্থানীয়রা।

বৃহস্পতিবার নিখোঁজ হওয়া স্কুলছাত্রীর লাশ উদ্ধার : আটক ২




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT