ঢাকা (সকাল ৮:৪০) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


রাত পোহালেই ভোলায় ৭ ইউনিয়নে ভোট,সহিংসতার আশংকা

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock শনিবার রাত ১১:৪২, ২৭ নভেম্বর, ২০২১

রাত পোহালেই তৃতীয় ধাপে ভোলার চরফ্যাশন উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহন শুরু হবে। সকাল ৮ থেকে বিকাল ৪ টা পযর্ন্ত এই ভোট গ্রহন চলবে। তবে এই নির্বাচন ঘিরে রয়েছে সন্ত্রাস ও সহিংসতার আশংকা।

রোববার (২৮ নভেম্বর) চরফ্যাশনের ওসমানগঞ্জ, আবদুল্লাহপুর, রসুলপুর, চর মানিকা, অধ্যক্ষ নজরুল নগর, কুকরি-মুকরি ও আবু বকরপুর ইউনিয়নে ভোট হচ্ছে।

ভোটকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। কেন্দ্রগুলোতে ইতোমধ্যে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।

তবে এসব ইউপির মধ্যে ৫টিতে বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এর ফলে ৭ ইউনিয়নে মেম্বার (সদস্য ও সংরক্ষিত সদস্য) পদে নির্বাচন হলেও চেয়ারম্যান পদে ভোট হবে ২ ইউনিয়নে। ইউনিয়ন ২ হলো- কুকরি-মুকরি ও ওসমানগঞ্জ।

৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জনসহ ২৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এসব ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ১১ হাজার ৬৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৮ হাজার ৩২৮ জন। নারী ভোটার ৫৩ হাজার ৩০৬ জন।

এদিকে ৭ ইউনিয়নের ৬৯টি ভোটকেন্দ্রের মধ্যে ২৮টিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে জেলা নির্বাচন অফিস। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে ওসমানগঞ্জে ৪টি, আবদুল্লাহপুরে ৪টি, রসুলপুরে ৩টি, চর মানিকায় ৭টি, অধ্যক্ষ নজরুল নগরে ৪টি, কুকরি-মুকরিতে ৩টি এবং আবু বকরপুরে ৩টি কেন্দ্র রয়েছে।

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনী মাঠে থাকবে পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মোবাইল টিম ও স্টাইকিং ফোর্স থাকবে।

ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে নির্বাচনী সকল প্রকার সামগ্রী প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT