যাত্রীসেবায় অনন্য প্রধান পরিবহনের মিনিবাস
এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা রবিবার সন্ধ্যা ০৬:৫১, ৬ ফেব্রুয়ারী, ২০২২
মহাসড়কে সিএনজি বন্ধ হওয়াতে স্থানীয় যাত্রীদের দুর্ভোগ চরম পর্যায় ছিলো! ঢাকা–চট্রগ্রাম মহাসড়কের আশপাশের কয়েক শতাধীক গ্রামের যাত্রীদের যান চলাচলে নির্বিচ্ছন্ন সেবা দিতে মহাসড়কের সোনারগাঁও থেকে দাউদকান্দি মেলিটারি মাঠ পর্যন্ত মিনিবাস সার্ভিস চালু করা হয়েছে।
জানা যায়, মিনিবাসগুলো সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরতিহীনভাবে যাত্রী সেবা দিয়ে থাকে।
মিনিবাস মালিকদের এমন সেবায় যাত্রীরাও সন্তোষ প্রকাশ করেছেন।
সেবামান নিশ্চিত করে পরিবহন সংখ্যা আরো বৃদ্ধির বিষয়েও মালিক সমিতি ইতিবাচক পদক্ষেপ নেওয়া প্রক্রিয়াধীন।
কথা হয় দাউদকান্দি পৌরসভার দোনারচর গ্রামের তরুণ ব্যবসায়ী সাইফুল ইসলাম সরকার এর সাথে, তিনি বলেন প্রধান পরিবহনের বর্তমানে সোনারগাঁও থেকে দাউদকান্দি মেলিটারি মাঠ পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার রুটে যাত্রীসেবা দিচ্ছে, তবে এই রুটে চলতে গিয়ে এই মিনিবাস চালকদের ও মালিকদের নানান বিড়ম্বনায় পড়তে হয়েছে।
মাঝে দুর্বৃত্ত পরায়ন কিছু লোকজন এই রুটে মিনিবাস চালকদের হুমকি ধাকমি দিয়ে চাঁদা দাবি করে।তাই এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি থাকলে মিনিবাসগুলো নির্বিঘ্নে এই রুটে চলতে পারবে।