ময়মনসিংহ জেলা সিপিবি’র চতুর্দশ সম্মেলন অনুষ্ঠিত
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ শনিবার সন্ধ্যা ০৬:৪৮, ২২ জানুয়ারী, ২০২২
‘দুঃশাসন হঠাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো, সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের সংগ্রাম জোরদার করো’ শ্লোগানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ময়মনসিংহ জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম।
স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার সকাল ১০টায় জেলা পরিষদের ভাষা সৈনিক আঃ জব্বার মিলনায়তনে এ সম্মেলনের কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশন থেকে প্রবীণ লড়াকু ৫ জন কমরেডকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত কমরেডগণ হলেন জেলা কমিটির প্রাক্তন সভাপতি ভাষা সৈনিক কমরেড আব্দুল আজিজ তালুকদার, বীর অধ্যাপক রিয়াজ উদ্দিন আহম্মেদ, কারা নির্যাতিত কিংবদন্তি কমিউনিস্ট নেতা ও জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি কমরেড মোঃ আনোয়ার হোসেন, কারা নির্যাতিত ও গফরগাঁও উপজেলা কমিটির সাবেক সভাপতি কমরেড আজিম উদ্দিন মাস্টার, জেলা কমিটির সাবেক নেতা কমরেড শাহ আসাদুজ্জামান।
পরে কাউন্সিল অধিবেশনে জেলা কমিটির সভাপতি কমরেড এমদাদুল হক মিল্লাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহ আলম, সদস্য এডভোকেট সোহেল আহাম্মেদ, জেলা কমিটির অন্যতম নেতা কমরেড ডাঃ প্রদীপ চন্দ্র কর। এছাড়াও জেলা কমিটির রিপোর্টের উপর বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ আলোচনা করেছেন।
কাউন্সিল অধিবেশনে কমরেড এমদাদুল হক মিল্লাতকে সভাপতি ও কমরেড শেখ বাহার মজুমদারকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সাধারণ সম্পাদক কমরেড মোকছেদুর রহমান জুয়েল, সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড সাজেদা বেগম সাজু, কমরেড মনিরা বেগম অনু, কমরেড আল আমিন আহমেদ জুন, সদস্য হিসেবে আছেন কমরেড ফেরদৌস আরা মাহমুদা হেলেন, কমরেড গোলাম হক, কমরেড রবীন্দ্র ভট্টাচার্য, কমরেড ডাঃ প্রদীপ চন্দ্র কর, কমরেড আকবর আলী, কমরেড মঞ্জু রাণী দত্ত, কমরেড লীলা রায়, কমরেড সারওয়ার কামাল রবীন, কমরেড মোজাম্মেল হক, কমরেড ফাহমিদা ইয়াসমিন রুনা, কমরেড সাইফুস সালেহীন, কমরেড আব্দুল কাদের মাস্টার, কমরেড সুশান্ত দেবনাথ খোকন, কমরেড ব্রজ গোপাল দাস শ্যামল, কমরেড মকবুল হোসেন, কমরেড হারুন আল বারী, কমরেড রোকনুজ্জামান সোহেল, কমরেড মাঈন উদ্দিন, কমরেড নবী হোসেন, কমরেড যীশুতোষ তালুকদার, কমরেড জহিরুল আমীন রুবেল, কমরেড আজিম উদ্দিন মাস্টার, কমরেড রনজিত সরকার, কমরেড তপন সাহা চৌধুরী, কমরেড জামাল উদ্দিন, কমরেড আতাউর রহমান খান, কমরেড সোহেল রানা ও ৩জনকে পরবর্তীতে কো-অপ্ট করে নেয়া হবে।