ঢাকা (রাত ৮:২২) সোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News ৮১ বছর পর কুমিল্লা থেকে নিজ দেশে নিয়ে যাওয়া হচ্ছে ২৪ সেনার দেহাবশেষ Meghna News সিলেট নগরীতে ভোর বেলায় হঠাৎ জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর ঝটিকা মিছিল Meghna News গৌরীপুর মহিলা কলেজে নবীনবরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Meghna News সিলেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে মানুষের মাঝে নাভিশ্বাস Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Meghna News চাঁপাইনবাবগঞ্জে বিকাশ কর্মীর বাড়ি ফেরা হলোনা Meghna News হাফেজ-এ- কোরআনদের জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায়: আব্দুস সাত্তার Meghna News লোহাগড়ায় পুনুরুজ্জীবিত হতে যাচ্ছে ঐতিহাসিক ”জিয়া মঞ্চ” Meghna News চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

মৎস্য উপকরণ বিতরণের তথ্য উপজেলা মৎস্য অফিসার এবং সিআইজিগণের অজানা (পর্ব-০১)

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock রবিবার রাত ১১:২৪, ১৭ মে, ২০২০

মো. শাকিল হোসেন শওকত, নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ  (পর্ব-০১) টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মৎস্য অফিস থেকে আজ ১৭ মে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মৎস্য সিআইজি খামারিদের প্রণোদনা সহায়তা দেয়া হয়েছে। কিন্তু এসব সিআইজি খামারিদের এই প্রণোদনা দেয়ার সময় কি কি দেয়া হচ্ছে এই তথ্য উপজেলা মৎস্য অফিসার নাজমুন নাহার এবং সিআইজিগণের অজানা ছিল।
রবিবার দুপুরে উপজেলার বাবনাপাড়ার একটি পুকুর থেকে যখন ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজির ফেজ ২ এর এনএটিপি-২ সিআইজিদের মাছের পোনা, খাদ্য ও সাইনবোর্ড দেয়া হচ্ছিল তখন নাগরপুর উপজেলার মৎস্য কর্মকর্তা নাজমুন নাহার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমারা উপজেলার মোট ২৪ জন সিআইজি খামারিদের প্রতিটি খামারিকে ৯ বস্তা খাদ্য, ১টি সাইনবোর্ড ও মাছের পোনা দেবো। কত কেজি মাছের পোনা দেয়া হবে প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখন এই তথ্য আপনাকে দিতে পারছিনা। পরে অফিসে আসে তথ্য নিয়ে যেতে পারবেন। পরে, আগত সিআইজি খামারিদের সাথে কথা বল্লে তারও বলেন, আমাদের জনপ্রতি সিটি ফিড কোম্পানির ৯ বস্তা খাদ্য আর ১টি সাইনবোর্ড দিয়েছে। মাছ কত কেজি দেবে এটা আমাদের জানা নেই। মৎস্য অফিস থেকে এ বিষয়ে তাদের জানানো হয়েছে কি না এমন প্রশ্ন করলে তারা বলেন, আমাদের শুধু কাগজে স্বাক্ষর, টিপসই নিয়েছে কিন্তু কয় কেজি মাছের পোনা দেবে তা তো বলেনি। এসব মাছ সরবরাহকারি মো. শহিদ মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমাকে ৬০০ কেজি পোনা দেয়ার কন্টাক্ট দেয়া হয়েছে। আমার জানা মতে, ২৪ জনকে ২৫ কেজি করে পোনা দেয়ার কথা। কত টাকা দরে এসব পোনা সরবরাহ করা হচ্ছে প্রশ্ন করায় তিনি মুঠোফোনে তা বলতে অস্বীকার করেন। তবে ইঙ্গিত করেন প্রতি কেজি দর মেটানো ২৫০ টাকা এর উপরে। করোনার কারনে যেখানে সকল খামারিদের গুনতে হচ্ছে লোকসান। সেখানে নাগরপুর উপজেলার বিভিন্ন মৎস্য খামারিদের সাথে কথা বলে জানা যায়, কার্প জাতীয় মাছের পোনার বর্তমান বাজার দর প্রতি কেজি সর্বোচ্চ ১২৫-১৫০ টাকা। তবে প্রশ্ন থেকে যায়, নাগরপুর উপজেলার মৎস্য অফিস থেকে প্রকৃত পক্ষে প্রতিটি সিআইজি খামারিদের প্রণোদনা সহায়তায় কি দেয়ার নির্দেশনা ছিল? আর তাদের কি দেয়া হয়েছে। এই প্রণোদনার বাজেট কত টাকার ছিল, কত জন সিআইজি সদস্যের জন্য। যথাযথ কর্তৃকপক্ষের এই বিষয়টির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন সচেতন মহল।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT