ঢাকা (সকাল ১০:৫৩) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


মৌলভীবাজারে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মোঃ জাকির হোসেনঃমৌলভীবাজার। মোঃ জাকির হোসেনঃমৌলভীবাজার। Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৩০, ২২ অক্টোবর, ২০২০

দেশব্যাপি ধর্ষন গুম খুন নারী নির্যাতন ও সিলেটে পুলিশি হেফাজতে রায়হান হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে  খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শহরের চৌমুহনাস্থ দেওয়ানী জামে মসজিদের সম্মুখ হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ নারী নির্যাতন,রায়হান হত্যা সহ দেশব্যাপী নানা নির্যাতন নিপীড়নের প্রতিবাদ জানান। পরে মিছিলটি শহরের কুসুমবাগ পয়েন্টে গিয়ে খেলাফত মজলিসের জেলা যুগ্ম সম্পাদক সাইফুর রহমানের সঞ্চালনায়   এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন- খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আহমদ বিল্লাল, সহ-সভাপতি কাজী এনামুল হক, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ইকবাল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক এমএম আতিকুর রহমান, ইসলামী ছাত্র মজলিসের শহর সভাপতি হাসান আহমদ খান, খেলাফত মজলিসের জেলা নির্বাহী সদস্য কাজী ফয়ছল আহমদ স্বপন। সমাবেশে সভা শেষে মোনাজাত পরিচালনা করেন খেলাফত মজলিসের শহর সভাপতি কাজী হারুনুর রশিদ।

সমাবেশে খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আহমদ বিল্লাল বলেন,দেশের কৃষক, শ্রমিকের গায়ের ঘাম ঝরানো  অর্থো দিয়ে সরকার যাহাদের মাসোহারা দেয় তাদের কাছেই দেশের মানুষ আজ অসহায় জনগন তাদের কাছে নিরাপদ নয়। সিলেটে পুলিশের হেফাজতে নিরপরাধ রায়হানকে আইনবহির্ভূত ভাবে হত্য করা হয়েছে। সরকারের মদদে কিছু কিছু পুলিশ সদস্য আইনের তোয়াক্কা না করে দেশের মানুষকে নির্যাতন নিপীড়ন করছে যা আইনের পরিপন্থী অবিলম্বে সকল নির্যাতন, ধর্ষণ ও নিপীড়নের বিচার করা হোক।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT