ঢাকা (সকাল ৭:১৮) শনিবার, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News নেপালে আন্তর্জাতিক অ্যাওয়ার্ডে মনোনীত হলেন নড়াইলের কৃতি সন্তান সোহাগ Meghna News নড়াইল জেলা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত Meghna News বিআরডিবি’র নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মহিউদ্দিন তালুকদার Meghna News চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ী হত্যায় অভিযুক্ত টুটুল পলাতক Meghna News গৌরীপুরে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মোৎসব পালিত Meghna News সিলেট টিটিসি থেকে ২২ বছর পর বদলী : মালিক হলেন লাল লাখ টাকার! Meghna News গৌরীপুরে হুমায়ূন আহমেদের নামে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার দাবী ভক্তদের Meghna News সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক Meghna News চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত, চালক আটক Meghna News ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে দুই বন্ধু নিহত

মৃতব্যক্তিকে কাফনের কাপড় পরাবেন কীভাবে

হাফিজ মাছুম আহমদ দুধরচকী হাফিজ মাছুম আহমদ দুধরচকী Clock শুক্রবার সন্ধ্যা ০৬:০৯, ২৮ অক্টোবর, ২০২২

মৃতব্যক্তিকে কাফনের কাপড় পরানো ফরজে কিফায়া। অনেক মানুষ আছে যে, মৃতব্যক্তিকে কীভাবে কাফনের কাপড় পরাবেন তা জানেন না। আবার নারী-পুরুষের কাফনের কাপড় পরানোর নিয়মও আলাদা। অথচ কাফনের কাপড় পরানোর নিয়ম অনেকেই জানেন না। তাই এ নিয়ম জানা থাকা সবার জন্য খুবই জরুরি। কাফনের কাপড় পরানোর পদ্ধতি হলো-

 

পুরুষের কাফনের কাপড় পরানোর পদ্ধতি:

 

পুরুষের কাফনের কাপড় ৩টি- চাদর, ইজার ও জামা। ধারাবাহিকভাবে কাফনের কাপড় পরানোর নিয়ম হলো-

 

১. প্রথমেই কাফনের চাদর চৌকি বা খাটিয়ার উপরে বিছানো।

 

২. তারপর চাদরের উপর ইজার (তাহবন্দ) বিছানো।

 

৩. কাপড়গুলোর মধ্যে খোশবু লাগানো।

 

৪. মৃতব্যক্তিকে জামা পরানোর পর ইজারের উপর শোয়াতে হবে।

 

৫. তিনবার চন্দন কাঠের ধোঁয়া বা সুগন্ধি দেয়া সুন্নত।

 

৬. তারপর তুলার মধ্যে খোশবু বা সুগন্ধি লাগিয়ে দুই নিতম্বের মাঝে রেখে দেওয়া। যাতে মৃতব্যক্তির পুরো শরীরে সুগন্ধি ছড়ায়।

 

৭. তারপর ইজার এমনভাবে জড়াতে হবে যেন, মৃতের ডান পাশ বাম পাশের উপর থাকে। চাদরও এভাবেই পরানো।

 

নারীর কাফনের কাপড় পরানোর পদ্ধতি:

 

নারীদের কাফনে ৫ কাপড় পরাতে হয়। তাহলো-

 

১. প্রথমে চাদর বিছাতে হবে। তারপর সিনা বরাবর সিনাবন্দ বিছাতে হবে তারপর ইজার বিছাতে হবে।

 

২. তার পর জামা পরিয়ে মৃতের চুল দু’ভাগ করে বা বেনি করে ডানে ও বাঁমে জামার উপর অর্থাৎ বক্ষের উপর রেখে দেবে।

 

৩. মাথাবন্ধ দিয়ে মাথা পেচিয়ে মুখের উপর রাখবে

 

৪. তারপর মৃত ব্যক্তিকে ইজারের উপর শোয়াতে হবে

 

৫. ইজার এমনভাবে জড়াতে হবে যেন, ডান পাশ বাম পাশের উপর থাকে। অনুরূপভাবে সিনাবন্ধ এবং সর্বশেষ চাদর জড়াতে হবে। মহিলাদের বেলায়ও সুগন্ধি ব্যবহার করবে।

 

সর্বশেষ মাথার দিকে, পায়ের দিকে এবং কোমর বরাবর অতিরিক্ত কাপড়ের মাথায় ফিতা দিয়ে বাঁধতে হবে। তবে মৃতব্যক্তিকে কবরস্থ করার পর তিনটি বাঁধনই খুলে দিতে হবে।মুসলিম উম্মাহর উচিত উপরোক্ত নিয়মে মৃতব্যক্তিকে কাফন পরানো।

 

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মৃতব্যক্তির কাফনের কাপড় পরানোর বিষয়টি সুন্দরভাবে সম্পন্ন করার তাওফিক দান করুন। আমিন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT