ঢাকা (সন্ধ্যা ৭:০০) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


মালনীছড়া চা বাগানে ব্লুওয়াটার শাপিং সেন্টারের গেঞ্জি বিতরন

সিলেট জেলা ২১৬৯ বার পঠিত

আবুল কাশেম রুমন আবুল কাশেম রুমন Clock শনিবার সকাল ১১:২৭, ৯ মার্চ, ২০২৪

সিলেটের জিন্দাবাজার ব্লুওয়াটার শাপিং সেন্টারের (লডিস চয়েস) দোকান মালিকের পক্ষ থেকে মালনীছড়া চা বাগানে গেঞ্জি বিতরন করা হয়েছে। ৮ (মার্চ) শুক্রবার বেলা ৪টায় ব্লুওয়াটার শাপিং সেন্টারের বিশিষ্ট্য ব্যবসায়ী লডিস চয়েস এর স্বত্বাধিকারী আব্দুল মালিক নিজ উদ্যোগে মালনীছড়া চা বাগানে গরীব অসহায়দের মাঝে প্রায় ২০০ গেঞ্জি বিতরন করেন। গেঞ্জিতে লডিস চয়েস দোকানের নাম ও লগো স্কিন প্রিন্ট কের সামনে ও পিছনে লিখে একদল তরুণদের মধ্যে তা পদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লডিস চয়েস এর স্বত্বাধিকারী আব্দুল মালিক, সিলেট ক্যামব্রিজ গ্রামার স্কুল এর পরিচালক আবুল কালাম, লন্ডন প্রবাসী মুহিবুর রহমান, অন টিভি নিউজ এর বাংলাদেশ প্রতিনিধি আবুল কাশেম রুমন, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট এর ব্যবস্থাপনা পরিচালক কবি নূরুদ্দীন রাসেল প্রমুখ। এ সময় (লডিস চয়েস) দোকান মালিকের স্বত্বাধিকারী আব্দুল মালিক প্রায় ২শ তরুণদের মাঝে গেঞ্জি বিতরন করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT