ঢাকা (বিকাল ৩:২৫) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


মানবতা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ০২:২৬, ১০ জুলাই, ২০২১

মানব সেবা

মোঃ বুলবুল হোসেন

 

সত্য মিথ্যা যাচাই করে

বিচার করতে হবে,

তুমি একজন ন্যায় বিচারক

মানুষ বলবে তবে।

 

আবেগে কি জীবন চলে

বিবেক লাগাও কাজে,

ভালো কাজে বাধা আসবে

বিবেক টাকে জাগাও।

 

স্বার্থ বন্ধ বিবেক খোলো

শান্তি পেতে হলে,

অপরের ধন দেখে কেনো

হিংসার আগুন জ্বলে।

 

নীতি নিয়ে চলো তুমি

স্বার্থ রাখো দূরে,

গরিব দুঃখীর পাশে থাকবে

দেখবে তুমি ঘুরে।

 

দশের ভালো করে দেখো

শান্তি পাবে ফিরে,

ভালো কাজের মিষ্টি ফল

পেয়ে যাবে ধীরে।

 

মানব সেবায় প্রভু খুশি

তোমায় দেখবেন তিনি,

প্রভুর আদেশ মেনে চলো

রক্ষা করবেন তিনি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT