ঢাকা (দুপুর ১:৪৭) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

মাদারীপুরে বাস চাপায় ভ্যান যাত্রী নিহত

মীর ইমরান,মাদারীপুর মীর ইমরান,মাদারীপুর Clock শুক্রবার রাত ০১:৪০, ২৯ এপ্রিল, ২০২২

মাদারীপুরের শিবচর-পাচ্চর সড়কের নলগোড়া খান কান্দি এলাকায় যাত্রীবাহী বাস চাপায় ভ্যান যাত্রী, বৃদ্ধ আবদুল মান্নান ফকির নিহত হয়েছে।

গতকাল সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার সময় শিবচর-পাচ্চঁর সড়কের নলগোড়া খান কান্দি এলাকায়, পাচ্চর থেকে আসার যাত্রীবাহী বাসটি অটো ভ্যানকে চাপা দেয়। এ সময় অটো ভ্যানে থাকা বৃদ্ধ আবদুল মান্নান ফকির মারা যায়।

নিহত আবদুল মান্নান ফকির (৬২) কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামের মৃত আদম আলী ফকিরের ছেলে।

শিবচর থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার সময় শিবচর-পাচ্চঁর সড়কের নলগোড়া এলাকায় যাত্রীবাহী বাসটি দ্রুত গতিতে পাঁচ্চর থেকে শিবচরে আসার পথে, অটো ভ্যানকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ভ্যানযাত্রী আবদুল মান্নান ফকির রাস্তার পাশে ছিটকে পড়ে।

স্থানীয়রা আহতকে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

পুলিশ বাসের চালক ও বাসটিকে আটক করেছে। এ ব্যাপারে নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT