মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি মঙ্গলবার সন্ধ্যা ০৬:৫০, ১৪ জুন, ২০২২
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে ভারতের বিজিপি সরকারের মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল এর কটুক্তির প্রতিবাদে ‘মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত স্বাধীনতা স্বপক্ষের ওলামা মাশায়েখদের নিয়ে গঠিত’ বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ সিলেট জেলা শাখা উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুন) বাদ আছর নগরীর হযরত শাহজালাল (রহঃ) মাজার গেইট থেকে কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী এর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি মওলানা আব্দুন নূর এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী। মিছিল হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী বলেন, মহানবী হযরত মোহাম্মদ (সঃ) ও উম্মতের মাতা আয়শা (রাঃ)কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মুসলিম উম্মাহ’র হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। বিশ্বের দুশত কোটি মুসলমান তাদের প্রাণের চেয়েও হযরত মোহাম্মদ সাঃ-কে বেশি ভালোবাসেন। বিশ্ব মুসলমানদের হৃদয়ের স্পন্দন মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, কোন মুসলমানই সহ্য করতে পারবে না। বিশ্ববাসীর কাছে শান্তির বাণী পৌছে দেয়া আল্লাহ তায়ালার প্রেরিত রাসূল হযরত মোহাম্মদ (সা.)। নবীকে নিয়ে কোনো কটুক্তি বা অপমান সহ্য করবে না বিশ্ব মুসলিম। অতীতেও কেউ এরকম মন্তব্য করে রক্ষা পায়নি। ভারতীয় ঐ কুলাঙ্গাররাও রক্ষা পাবেনা।
প্রধান বক্তার বক্তব্যে হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন, বিশ্বের মুসলমানদের কলিজার টুকরা নবীজিকে কটাক্ষ করবে, আর আমরা ঘরে বসে বসে থাকবো এটা হতে পারেনা। আমরা আমাদের প্রিয় নবীকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসী। সত্য ও ন্যায়ের সংগ্রামে আপোষহীন ভূমিকা পালন করায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ বিশ্বের আদর্শ। নবীজির শানে বেয়াদবিকারীদের ফাঁসি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবেই।
নেতৃবৃন্দ বিশ্বের অন্যান্য মুসলিম দেশের ন্যায় বাংলাদেশ সরকারকে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করার দাবি জানিয়ে ভারতীয় পণ্য বর্জন করার আহ্বান জানান।