ঢাকা (সকাল ৮:৩৪) সোমবার, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় ৪ কেজি গাঁজাসহ দুই যুবক আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock সোমবার সন্ধ্যা ০৬:২০, ২৯ আগস্ট, ২০২২

ভোলার ইলিশায় ৪ কেজি গাঁজাসহ; উজ্জল শীল (১৯) ও আসিক মিয়া (১৮) নামের দুই যুবককে আটক করেছে ইলিশা নৌ-পুলিশ। সোমবার (২৯ আগস্ট) সকালে ইলিশা নৌ-পুলিশের ওসি শাহাজালাল এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বরিবার ২৮ আগস্ট বিকাল পৌনে ৬টার দিকে ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত উজ্জল শীল পিরোজপুর জেলার মটবারিয়া থানার বড় হাজারি গ্রামের কালিপদ শীলের ছেলে ও আসিক মিয়া বি-বাড়িয়া জেলার কসবা থানার দুরুইল গ্রামের আবুতাহের মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছেন তারা আন্ত: জেলা মাদক ব্যবসায়ী।

ইলিশা নৌ-পুলিশের ওসি মো. শাহাজালাল বলেন, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা নৌ-পুলিশের একটি টিম ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে; ৪ কেজি গাঁজাসহ উজ্জল শীল ও আসিক মিয়া নামের দুই যুবককে আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT