ঢাকা (সকাল ৯:৪০) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোলায় ২ কেজি গাঁজাসহ দুই যুবক আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock শনিবার রাত ০১:২৫, ২৩ জুলাই, ২০২২

ভোলায় ২ কেজি গাঁজাসহ মো. সবুজ (২৫) ও মো. সালাউদ্দিন (৩৩) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে ভোলা পৌরসভা ৬ নং ওয়ার্ডের চরবাজার কর্ণফুলী হাউজের সামনে পাকা সড়কের উপর থেকে তাদের আটক করা হয়। আটককৃত সবুজ বোরহানউদ্দিন থানার বড়মানিকা ইউনিয়নের উত্তর কোড়ালিয়া গ্রামের মন্নান মিয়ার ছেলে ও সালাউদ্দিন একই এলাকার নুরুল ইসলামের ছেলে। পুলিশ জানিয়েছেন সবুজ ও সালাউদ্দিন দু’জন মাদক কারবারী।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা পৌরসভা ৬ নং ওয়ার্ডের চরবাজার এলাকায় অভিযান চালিয়ে কর্ণফুলী হাউজের সামনে পাকা সড়কের উপর; মো. সবুজ ও মো. সালাউদ্দিন নামের দুই যুবককে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়।

তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT