ঢাকা (রাত ৩:০০) মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভোলায় সড়ক দূর্ঘটনায় এক অটোরিক্সা চালক নিহত

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock বুধবার সন্ধ্যা ০৬:০২, ৩ ফেব্রুয়ারী, ২০২১

ভোলায় বাস ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে কবির হোসেন (৩০) নামে এক অটোরিক্সা চালক নিহত হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে বীরশ্রেষ্ট মোস্তফা কামাল বাসস্ট্যান্ড ভেদুরিয়া সড়কের মাদ্রাসা বাজার সংলগ্ন এলাকা এ দূর্ঘটনা ঘটে।

কবির হোসেন ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ পুলিশ লাইন্স এলাকার বাসিন্দা আ. বারেকের ছেলে। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বীরশ্রেষ্ট মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী বাস ভেদুরিয়ার দিকে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মুরগি বোঝায় অটোরিক্সা সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সা চালক কবির হোসেনের মৃত্যু হয়।

ভোলা সদর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মো.এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করেছে। নিহত কবিরের মরদেহ উদ্ধার করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT