ঢাকা (দুপুর ১২:৪৪) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোলায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বিজিবি’র ল্যান্স নায়েক নিহত

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock বুধবার রাত ০১:১৩, ২৪ আগস্ট, ২০২২

ভোলার ইলিশায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে; ইসমাইল (২৫) নামের এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ল্যান্স নায়েক নিহত হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে; ভোলা-লক্ষিপুর আঞ্চলিক মহাসড়কের লিটন মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল বাপ্তা ইউনিয়নের মুসাকান্দি এলাকার আনোয়ার হোসেন এর ছেলে। সে খাগড়াছড়ি বিজিবির ল্যান্স নায়েক ছিলেন। তিনি ছুটিতে বাড়ি এসেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলী নামক জায়গায় যাত্রীবাহী সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইসমাইল নামে এক বিজিবি সদস্য নিহত হয় এবং আরো তিনজন আহত হয়েছে।

ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম আজম বলেন, নিহত বিজিবি’র ল্যান্স নায়েকের লাশ উদ্ধার করে; ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘাটত ট্রাক ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT