ঢাকা (সন্ধ্যা ৬:০৪) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোলায় বাল্যবিয়ের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock বৃহস্পতিবার রাত ০২:৪২, ১১ আগস্ট, ২০২২

ভোলার বোরহানউদ্দিনে পৃথক পৃথক অভিযানে বাল্যবিয়ের অপরাধের; কনের পিতা মো. মিরাজ (৫০)-কে ২০ হাজার টাকা ও কনের নানা মো. ইউসুফ (৬০)-কে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (১০ আগস্ট) দুপুর আড়াইটা ও বিকাল ৩টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ও ছোট মানিকা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুর রহমান এ জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, বুধবার দুপুর ও বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টবগী ও ছোট মানিকা ইউনিয়নে পৃথক পৃথক অভিযান চালিয়ে, বাল্যবিবাহ প্রতিরোধ আইনে আমরা তাদেরকে জরিমানা করেছি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT