ঢাকা (রাত ৯:১৮) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভোলায় বজ্রপাতে ১ যুবক নিহত

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock শুক্রবার রাত ১১:১৪, ১৬ সেপ্টেম্বর, ২০২২

ভোলার তজুমদ্দিন উপজেলায় বজ্রপাতে আব্দুর রাজ্জাক (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বৃষ্টির সময় উপজেলার সম্ভুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নিজ বাড়িতে আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়।

নিহত আব্দুর রাজ্জাক উপজেলার সম্ভুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাঝি বাড়ীর ওবাদুল কালুর ছেলে। নিহত রাজ্জাক কুঞ্জেরহাট ও শিবপুর খাশেরহাট বাজারে আল আরাফাহ ইসলামী এজেন্ট ব্যাংকের পরিচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে দিকে আব্দুর রাজ্জাক লোকজন নিয়ে তার সুপারি বাগানে সুপারি টাক দিতে যায়। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি বাগানে পড়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, বজ্রপাতে নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও বিস্তারিত জানা যায়নি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT