ঢাকা (সকাল ৮:৪২) বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ভোলায় ফেরি থেকে তেতুঁলিয়া নদীতে পড়ে নিখোঁজ ১ লস্কর

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock শুক্রবার রাত ১১:১৭, ১৬ সেপ্টেম্বর, ২০২২

ভোলায় ফেরি থেকে তেতুঁলিয়া নদীতে পড়ে আমিনুল ইসলাম (২৬) নামে এক লস্কর নিখোঁজ হয়েছেন।

আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের তেতুলিয়া নদীতে ভোলা-বরিশাল রুটের কৃষ্ণচূড়া নামের ফেরি থেকে পড়ে তিনি নিখোঁজ হন। তিনি বরিশাল জেলার বাখেরগঞ্জ থানার শ্যামনগর গ্রামের বাসিন্দা।

বিআইডব্লিউটিসির ঘাট ইনচার্জ মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, কৃষ্ণচূড়া নামের ফেরিটি ভোলার ভেদুরিয়া ঘাট থেকে বরিশাল লাহারহাট ঘাটের দিকে যাচ্ছিল। পথে ভেদুরিয়া এলাকার তেতুঁলিয়া নদীতে একটি মৃত ইলিশ মাছ ভেসে উঠতে দেখে ফেরির লস্কর আমিনুল ইসলাম ওই মাছটি উঠাতে গিয়ে নদীতে পড়ে যান।

কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকাজ চলছে। তবে এখনো নিখোঁজ লস্কর আমিনুল ইসলাম সন্ধান পাওয়া যায়নি।

ভোলার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. রিপন হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। তবে ভোলায় ডুবুরির কোনো টিম না থাকায় বরিশাল থেকে ডুবুরিদের একটি দল এসে উদ্ধার কাজ শুরু করেছেন বলেও এ কর্মকর্তা জানিয়েছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT