ঢাকা (রাত ১২:৪৮) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোলায় নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের দায়ে এক যুবকের কারাদণ্ড

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock শনিবার রাত ১১:১৪, ১ জানুয়ারী, ২০২২

ভোলায় নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করে মহড়া দেওয়ার অভিযোগে সোহাগ (৩২) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হাসান এ কারাদণ্ড দেন। কারাদণ্ডপ্রাপ্ত সোহাগ ভোলা সদর উপজেলার ৭ নং ওয়ার্ডের মো. শাহে আলমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হাসান শনিবার (০১ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে একদল দুস্কৃতিকারী শিবপুর ইউনিয়নের চাউলতা তলা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। এ সময় তাদের ধাওয়া করে সোহাগ নামে একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি গুলতি ও বেশ কিছু মারবেল জব্দ করা হয়েছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আগামী ৫ জানুয়ারী ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নসহ ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT