ঢাকা (সকাল ১১:১৬) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ভোলায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নিহত

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock শুক্রবার সন্ধ্যা ০৭:২২, ৪ ডিসেম্বর, ২০২০

ভোলায় ট্রলির ধাক্কায় নিজাম উদ্দিন মিরন (৪৪) নামে এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। এসময় আরো দুইজন আহত হয়েছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার পল্লীবিদ্যূৎ অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত মিরন ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বাসিন্দা।

বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা জানান,দুপুরে মিরনসহ তিনজন মোটরসাইকেলে করে ভোলা শহরে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রলি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী মিরন নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা আরো দু’জন আহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলিটি আটক করলেও চালক পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT