ঢাকা (বিকাল ৪:৩৯) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোলার দৌলতখানে নির্বাচনী পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত ১

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock শুক্রবার রাত ১১:২৮, ২৬ নভেম্বর, ২০২১

ভোলার দৌলতখানে নির্বাচন পরবর্তী সহিংসতায় মদনপুরে মেঘনা নদীতে বিজয়ী চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ট্রলারে দুর্বৃত্তদের গুলিতে খোরশেদ আলম টিটু (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন ।

শুক্রবার (২৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ও দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের মধ্যবর্তী মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলম টিটু ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কানাইনগর গ্রামের তছির আহম্মেদের ছেলে।

স্থানীয়রা সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান একেএম নাছিল উদ্দিন নান্নুসহ কয়েকজন ইউপি সদস্য সকালে ধনিয়া ইউনিয়নের নাছির মাঝি ঘাট থেকে ট্রলারে করে মদনপুর ইউনিয়নের উদ্দেশ্যে রওনা হয়। মদনপুর পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সাথে দেখা করে এবং খোঁজখবর নেয়। বিকেল সাড়ে ৪টার দিকে দিকে নাছির মাঝির উদ্দেশ্যে ট্রলারে করে রওনা হন তারা। এসময় সদর উপজেলার ধনিয়া ও দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের মধ্যবর্তী মেঘনা নদীতে এলে একটি স্পিডবোট করে একদল দুর্বৃত্ত তাদের ট্রলার লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে টিটু নামের একজন গুলিবিদ্ধ হয়। পরে ট্রলারটি দ্রুত তীরে ভিড়িয়ে টিটুকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মুত্যু ঘোষনা করেন।

এ ঘটনায় মদনপুওে ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান ও পরাজিত চেয়ারম্যানে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ হয়ে ১জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যে স্পিডবোটে করে এসে দুর্বৃত্তরা গুলি চালায় সেটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT