ভোলার দুলারহাটে ৮টি চোরাই গরু উদ্ধার
কামরুজ্জামান শাহীন,ভোলা রবিবার রাত ১১:২৩, ১৪ মার্চ, ২০২১
ভোলার দুলারহাটে ৮টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। একটি চোর চক্র ইঞ্জিন চালিত ট্রলারে গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা এসব চোরাই গরু উদ্ধার করে দুলারহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। এসময় চোর চক্রটি স্থানীয়দের ধাওয়ায় ট্রলারসহ পালিয়ে যায়।
রোববার (১৪ মার্চ) উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়ন ৮নং ওয়ার্ড খাছির খাল এলাকা থেকে এসব চোরাই গরু উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, ৮টি গরু গাছির খাল নদীর পাড়ে একটি ইঞ্জিন চালিত ট্রলারে উঠানোর সময় স্থানীয়রা দেখে ফেলে। এসময় চোর চক্রটি ট্রলার নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। তাদেরকে ধাওয়া করে ধরা সম্ভব হয়নি। পরবর্তীতে স্থানীয় চৌকিদারকে খবর দিলে সে স্থানীয়দের সহযোগীতায় ৮টি গরু উদ্ধার করে দুলারহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
দুলারাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয়রা ৮টি গরু উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে গরুগুলোকে থানায় নিয়ে আসে। তবে এ ঘটনার সাথে সংঘবদ্ধ চোরচক্র জড়িত থাকতে পারে। এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। চোর চক্রটিকে সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।