ঢাকা (বিকাল ৪:১৭) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোলার দুই পৌরসভায় মেয়র পদে আ’লীগের প্রার্থীর বিজয়

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock রবিবার রাত ০১:৫৫, ৩১ জানুয়ারী, ২০২১

ভোলার দুই পৌর নির্বাচনে মেয়র পদে নৌকার বিজয়। দুই মেয়র হলেন- মো. রফিকুল ইসলাম ও জাকির হোসেন তালুকদার।

ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ’লীগের দুই প্রার্থী জয়ী হয়েছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন তারা।

বোরহানউদ্দিনে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আ’লীগে প্রার্থী মো. রফিকুল ইসলাম। তিনি পেয়েছেন ৭ হাজার ১০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী মনিরুজ্জামান কবির পেয়েছেন ৬৬২ ভোট। এছাড়া অপর স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম পেয়েছেন ২৪৭ ভোট।

দৌলতখানে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আ’লীগে প্রার্থী জাকির হোসেন তালুকদার।তিনি ৫ হাজার ৮৪০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী আনোয়ার হোসেন কাকন পেয়েছেন ৮৩০ ভোট।

শনিবার রাতে বোরহানউদ্দিনে ও দৌলতখান সহকারী রির্টানিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শান্তিপূর্ণ পরিবেশে বোরহানউদ্দিন ও দৌলতখান পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুই উপজেলায় গড়ে ৬০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। নির্বাচনে ৫ মেয়রসহ ৮১ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

এদিকে এই দুই পৌর নির্বাচনে ব্যাপক অনিয়ম, কেন্দ্র দখল ও জাল ভোটের মহাউৎসব হয়েছে বলে বিএনপি’র দুই প্রার্থী অভিযোগ করেছেন।

তবে বিজয়ী প্রার্থীরা এসব অভিযোগ অস্বীকার করে বলেন,সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।

 

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT