ঢাকা (রাত ৩:০০) শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভোলার দক্ষিণ আইচায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock রবিবার রাত ০১:৩৫, ১৭ জুলাই, ২০২২

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় পুকুরে পানিতে ডুবে ফাতেমা (৪) ও শোহানা (৫) নামের দুই কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ জুলাই) সকালে দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব চর আইটা গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত শিশু শোহানা দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব চর আইটা গ্রামের ফজলুর কণ্যা ও ফাতেমা টাংগাইল জেলার নগরপুর থানার ভাবড়া ইউনিয়ন ১ নং ওয়ার্ডের মো. মতিনের কণ্যা। সম্পর্কে শিশু দুটি আপন খালা ও বোনজি। তবে নিহত ফাতেমা তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল বলে জানা গেছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে জহিরুল হক পাটোয়ারী বাড়ির নানা শরিফের ঘরের পাশে দুই খালা-বোনজি খেলতে যায়। খেলার এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায় তারা। কিছুক্ষণ পর তাদেরকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজা-খুঁজি শুরু করেন। আশপাশে সন্ধান না পেয়ে বাড়ির পুকুরে নেমে তাদের সন্ধান করেন। ওই পুকুরের পানিতে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়। শিশু দুটির অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT