ঢাকা (রাত ২:৪৭) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভোলায় বেপরোয়া ট্রাক কেড়ে নিল অটোরিক্সা চালকের প্রাণ

ভোলার চরফ্যাশনে দ্রুতগামী ট্রাক চাপায় অটোরিক্সা চালক মো. রিয়াজ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

ভোলা জেলা ২২২৬ বার পঠিত
সড়ক-দুর্ঘটনা

কামরুজ্জামান শাহীন, ভোলা কামরুজ্জামান শাহীন, ভোলা Clock বৃহস্পতিবার বিকেল ০৫:৩০, ১৯ জানুয়ারী, ২০২৩

বৃহম্পতিবার (১৯ জানুয়ারী) সকাল সাড়ে ৯ টার দিকে চরফ্যাশন পৌরসভার সাবেক মেয়র বাদল কৃষ্ণ দেবনাথের বাড়ী সংলগ্ন চরফ্যাশন-দক্ষিণ আইচা আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজ উপজেলার দক্ষিণ চর নাজিমুদ্দিন গ্রামের আজগর হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার চরফ্যাশন পৌরসভার ৬ নং ওয়ার্ডের আদর্শ পাড়াস্থ সাবেক মেয়র বাদল কৃষ্ণ দেবনাথের বাড়ীর এলাকার চরফ্যাশন-দক্ষিণ আইচা আঞ্চলিক মহাসড়কে দ্রুতগতির একটি ট্রাক একটি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে অটো চালক ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।

চরফ্যাশন থানার ওসি (তদন্ত) রিপন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ভাবে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT