ঢাকা (ভোর ৫:০৮) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভোটারদের টিসিবি কার্ড আটকে রাখায় রাসিকের প্যানেল মেয়র আটক

রাজশাহী

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock রবিবার সকাল ১০:৩৮, ৭ জানুয়ারী, ২০২৪

ভোটারদের টিসিবির কার্ড আটকে রেখে পছন্দের প্রার্থীর জন্য ভোট নেওয়ার চেষ্টা অভিযোগে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্যানেল মেয়র-১ নিযাম-উল-আযিমকে আটক করেছে যৌথ বাহিনী।

শনিবার মধ্যরাতে নিজ বাসা থেকে তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয়। নিযাম-উল-আযিম রাসিকের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি রাজশাহী-২ (সদর) আসনের নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার পক্ষে কাজ করছিলেন।

র‍্যাব-৫ এর রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান, পছন্দের প্রার্থীর জন্য ভোট নিতে ভোটারদের টিসিবি কার্ড জব্দ করে রেখেছেন। এ ছাড়া ওই প্রার্থীকে ভোট না দিলে টিসিবি কার্ড বাতিল করা হবে বলে হুমকি দেন। এ ঘটনায় গতকাল শনিবার তাঁকে সতর্ক করা হয়। কিন্তু তিনি টিসিবি কার্ড ফেরত দেননি।
পরে রাতে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ বাহিনী তাঁর বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

তিনি আরো জানান, নিযাম-উল-আযিম এখন র‍্যাবের হেফাজতেই রয়েছেন। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে দেওয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT