ভুরুঙ্গামারীতে অগ্নিকান্ডে গরুসহ দুই লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভুত
নিজস্ব প্রতিনিধি শুক্রবার রাত ০৯:৫৪, ৫ জুন, ২০২০
মোঃ মনিরুজ্জামান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মধ্যরাতে মশার কয়েল থেকে সৃষ্ট অগ্নিকান্ডে গরু বাছুরসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভুত হওয়ার খবর পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাশজানী গ্রামের মৃত শাহাব উদ্দিনের পুত্র মােজাহার আলীর বাড়িতে শুক্রবার আনুমানিক রাত দুইটার সময় গোয়াল ঘরে লাগানো মশার কয়েল থেকে সৃষ্ট আগুন মুর্হুতের মধ্যেই গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে।
এসময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে নিকটবর্তী পুকুর থেেক পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। আগুনে গোয়াল ঘরে রাখা গরুর মধ্যে ১ টি গরু পুড়ে মারা যায় এবং ৫ টি গরু অর্ধদগ্ধ হয়। গরু উদ্ধার করতে গিয়ে মোজাহার আলীর পুত্র নান্নু মিয়া (১৯) আহত হয়।
বাড়ির মালিক মোজাহার আলি বলেন্, আমরা আগুন লাগার সাথেই ফায়ার ব্রিগেড কে খবর দেই ফায়ার সার্ভিসের দল নাগেশ্বরী খেকে আসার আগেই এলাকাবাসী পানি ঢেলে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে গরুবাছুর সহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
ভূরুঙ্গামারি সার্কেলের এসপি মোঃ শওকত আলী জানান, আগুন লাগার সংবাদ পাওয়া মাত্রই নাগশ্বেরী ফায়ার সার্ভিসকে জানানো হলে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌছার আগেই এলাকা বাসী আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এজন্য পুলিশ প্রশাসন তাৎক্ষণিক ভুমিকার জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানান।