বড়লেখায় হরিনগর প্রবাসী ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী ও নৈশভোজ সম্পন্ন
মোঃইবাদুর রহমান জাকির,মৌলভীবাজার রবিবার রাত ০২:০৫, ৩ এপ্রিল, ২০২২
“একটি আদর্শ সমাজ বিনির্মাণে আমরা দৃঢ় প্রত্যয়ী”-এই শ্লোগানকে নিয়ে কাজ করা বড়লেখা উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের হরিনগর গ্রামের প্রবাস ভিত্তিক সামাজিক সংগঠন হরিনগর প্রবাসী ফোরামের উদ্দ্যোগে গত ১ই এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৭টার সময় জি্ম্মি রেস্টুরেন্টে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে ১ম প্রতিষ্ঠা পালন ও নৈশভোজের আয়োজন করা হয়।
এতে তানভীর আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, ফোরামের সভাপতি জামিল উদ্দিন জামাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহযোগী টিমের প্রধান ডিরেক্টর নোমান আহমদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইটাউরী মহিলা আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক (ইংরেজি) মোঃ ইরশাদ হুসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পকুয়া সুফিনগর উন্নয়ন পরিষদের সাধারন সম্পাদক আ ফ ম শামসুদ্দীন, তরুন সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ফয়সল আহমদ, সাংবাদিক সুলতান আহমদ খলিল।
সুয়াইবুর রহমান সাবুর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন, ফোরামের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ ও সমাজ কল্যাণ সম্পাদক শামীম উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেছেন, হরিনগর প্রবাসী ফোরাম ১ম বছরের মধ্যে অনেক আর্ত সামাজিক ও মানবিক উন্নয়ন-মূলক কাজ করে আসছে; পাশাপাশি কোভিড কালিন সময়ে সুবিধা বঞ্চিত ও দুস্থ মানুষের ঘরে খাবার পৌছে দিয়েছে গোপনে গোপনে। আমি বিশ্বাস করি হরিনগর প্রবাসী ফোরামের উন্নয়নের মাধ্যমে একদিন গ্রামের আর কোন সমস্যা থাকবে না।
সভাপতির তার বক্তব্যে বলেছেন, গ্রামের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে গ্রামের কোন শিক্ষার্থী যদি এস.এস.সি বা এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়; ফোরামের পক্ষ থেকে সাথে সাথে নগদ ৫০০০ টাকা করে পুরস্কৃত করা হবে। আর কেউ বিসিএস ক্যাডার হয় তাহলে তাহাকে ব্যক্তিগত তহবিল থেকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার প্রদান করবেন।
অনুষ্ঠানে হরিনগর গ্রামের প্রবাসী ফোরামের সভাপতি জামিল উদ্দিন জামাল, সমাজ কল্যাণ সম্পাদক শামীম উদ্দিন, ফোরামের স্পেশাল এডভাইজার ফয়সল আহমদসহ প্রধান অতিথি জনাব ইরশাদ হুসাইনকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষে কোভিড আক্রান্তদের রোগ মুক্তি কামনা করে মুনাজাত করা হয়। পরে অনুষ্ঠানের সকল সদস্য ও অতিথিদেরকে নিয়ে প্রীতি নৈশভোজের আয়োজন করা হয়।
ফোরামের সংবর্ধিত সদস্যরা বলেছেন, আমরা গ্রামের উন্নয়নে ফোরামের সাথে কাজ করে আসছ্ আগামীতেও কাজ করে যাবো ইনশাআল্লাহ। আজ আমাদেরকে যে সম্মাননা দেওয়া হয়েছে, তাতে আমরা ফোরামের সদস্যদের প্রতি চির-কৃতজ্ঞ।