ঢাকা (রাত ১:০২) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বড়লেখায় বিদ্যুৎ লোডশেডিং এর অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃইবাদুর রহমান জাকির মোঃইবাদুর রহমান জাকির Clock শনিবার রাত ১১:০৫, ২৩ এপ্রিল, ২০২২

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পল্লী বিদ্যুৎের লোডশেডিং এর প্রতিবাদে সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে গত শুক্রবার বাদ জুম্মা ২.৩০ মিনিটের সময় বড়লেখা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন স্থানে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত নাগরিক সমাজের প্রধান উদ্যোক্তা ও সাতকড়াকান্দি রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ.এইচ.এম আশরাফ উদ্দিনের সভাপতিত্বে রিয়া ক্যাবলসের সত্ত্বাধিকারী বদরুল ইসলাম মনুর সঞ্চালনায়, মানববন্ধনর অংশ গ্রহন করেন, প্রবীণ শিক্ষক আব্দুস সাত্তার, বিশিষ্ট ব্যবসায়ী মীর মুহিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ বাদশাহ, সাবেক ইউপি সদস্য ফয়ছল আলম স্বপন, প্রবাসী জাফর আহমদ, রাজনীতিবিদ আব্দুল মালিক, শিক্ষক তপন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সন্তান সমাজসেবক সাইফুল আলম রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম, ব্যাংকার আমিনুল বাবলু, সাংস্কৃতিক কর্মী জালাল আহমদ, ব্যবসায়ী আরকান আলী, রেদওয়ান আহমদ, সমাজকর্মী মার্জানুল ইসলাম, ব্যবসায়ী আতিকুর রহমানসহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকবৃন্দ।

বক্তারা বলেন, কিছুদিন ধরে বড়লেখা শহর ও উপজেলার ভিন্ন এলাকায় লোডশেডিং হচ্ছে। দিনে চার-পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। শহরতলিরও একই অবস্থা। সমস্যা জানতে পিডিবির কার্যালয়ে যোগাযোগের চেষ্টা করলে কেউ ফোন ধরেননি। মাহে রমজানে ইফতার সেহরি ও তারাবিহতেও লোডশেডিং হচ্ছে।

বড়লেখার ডিজিএম অযথা লোডশেডিং করছে। সারা উপজেলায় বিদ্যুৎের প্রয়োজন ১৫ মেগাওয়াট অথচ বড়লেখায় ২২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ থাকলেও, বড়লেখাবাসীর নিত্য দিনের সঙ্গী হলো লোডশেডিং।

প্রসঙ্গত সম্মিলিত নাগরিক সমাজের মানববন্ধন থেকে কঠোর হুশিয়ারি দিয়ে বক্তরা বলেন, বড়লেখা পল্লী বিদ্যুৎয়ের লাগামহীন স্বেচ্ছাচারীতা ও ভুক্তভোগী সকল গ্রাহকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে এবং বিষয়গুলোর দ্রুত সমাধান না হলে কঠোর কর্মসূচির উদ্যোগ গ্রহণ করবে সম্মিলিত নাগরিক সমাজের নেতৃবৃন্দ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT